বঙ্গবন্ধু টানেল নিয়ে গান গেয়ে প্রশংসায় ভাসছেন সিএমপি'র কর্মকর্তা মোজাহেদ হাসান

মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : বুধবার, ২০২৩ অক্টোবর ২৫, ১১:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল নিয়ে নিজের কথা ও সুরে নিজের কন্ঠে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান গেয়ে সুনাম অর্জন করে প্রশংসায় ভাসছেন সিএমপিতে কর্মরত হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাহেদ হাসান। সেই গান এখন কোটি মানুষের মুখে মুখে।

বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলার সংস্কৃতি শিল্প চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন তা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য মোজাহেদ হাসানের এই গানের সৃষ্টির মধ্য দিয়ে তার বহিঃ প্রকাশ ঘটে। 

এই গানটি শুনে রায়হান হোসেন নামের এক ব্যক্তি জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা হয়েও এত সুন্দর গান লেখা ও গাওয়া যেন তেন বিষয় নয়। এটি অনেক সাধনার বিষয়। সত্যিই এই গানটি প্রশংসনীয়। 

সিএমপি'র এক পুলিশ সদস্য বলেছেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলার সংস্কৃতি শিল্প চর্চায় যে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন তা বাংলাদেশ পুলিশের এই সদস্যের গানের মধ্য দিয়ে তারই বহিঃ প্রকাশ।

তার লেখা ও সুরে তার নিজেরই গাওয়া "কর্ণফুলী টানেল " "বঙ্গবন্ধু  টানেল" bangabandhu_tunnel  শিরোনামের গানটি ইতিমধ্যে mojo melody  ইউটিউব চ্যানেলে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি ইতি পূর্বে পদ্মা সেতু নিয়েও " এগিয়ে যাও বাংলাদেশ " শিরোনামের গানটি গেয়ে mojo  melody ইউটিউব চ্যানেলে ব্যাপক সাড়া ফেলে। ইতিমধ্যে  mojo melody ইউটিউব চ্যানেলে মোজাহেদ হাসানের লেখা ও সুরে তাহার নিজেরই গাওয়া ৫০ টির অধিক গান অবমুক্ত হয়েছে। এছাড়াও তার লেখা ও সুর করা শতাধিক গান ও কবিতা রয়েছে। 

মোজাহেদ হাসান কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের বড়ঘোপ ইউপি আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি মরহুম শফিউল আলমের ২য় সন্তান। তিনি অনার্স মাস্টার্স এবং এলএলবি শেষ করে ২০১০ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক ( এসআই) হিসেবে চাকরিতে যোগদান করেন।

এই গানটির বিষয়ে মোজাহেদ হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপহার দিলেন '"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'"  আমি সুরের আর স্বরের মানুষ হিসেবে ( পেশাগত নয়) সেই টানেল নিয়ে আমার কথা ও সুরে আমার গায়কীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এ আমার কৃতজ্ঞতার ক্ষুদ্র প্রয়াস বৈ কিছুইনা।  

পুলিশিং পেশার বিষয়ে তিনি তার নিজের লেখা কবিতার ছন্দে দুটো লাইনে সুনিপুণ ভাবে জানান, "পুলিশের এই পোশাকখানা আমার অলংকার, পবিত্র এই মহান পেশা আমার অহংকার। 

বঙ্গবন্ধু টানেল নিয়ে মোজাহেদ হাসানের গাওয়া গানটি পাওয়া যাবে mojo melody  ইউটিউব চ্যানেলে। গানটির কথা ,সুর ও কন্ঠ দিয়েছেন মোজাহেদ হাসান, সংগীত: শাহিন রানা, ভিডিও এডিটিং - মোহাম্মদ রিয়াদ। এই গানটি পেতে https://youtu.be/R47ddkgxJSc?si=EJgNVWQpjomsLWSu এই লিংকে প্রবেশ করতে হবে।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework